🏥 বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি
‘আগুনের ট্রমা ছোটবেলা থেকেই আমাকে তাড়া করে ফেরে’
বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাতে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবারও তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরীমনির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বিকেল থেকেই তিনি বুকে অস্বস্তি অনুভব করছিলেন। সন্ধ্যার দিকে ব্যথা বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।
“আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! বুকের ভেতর ধড়ফড় করে শুধু।”
— পরীমনি
পরীমনি আরও বলেন, গতকাল মাইলস্টোন স্কুল ও কলেজের অগ্নিকাণ্ডের ঘটনাটি তাঁকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এতে তাঁর ছোটবেলার ট্রমা নতুন করে জেগে ওঠে।
দীর্ঘদিন নতুন কোনো ছবির শুটিংয়ে দেখা যায়নি পরীমনিকে। তবে চলতি মাসের শেষে ‘গোলাপ’ নামের একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা ছিল। তিনি স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশও নিয়েছেন। তবে সূত্র জানায়, কারিগরি সমস্যার কারণে আপাতত শুটিং পিছিয়ে গেছে।
ভক্তরা সামাজিক মাধ্যমে পরীমনির দ্রুত সুস্থতা কামনা করছেন। সবাই প্রার্থনা করছেন তিনি যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং আমাদের প্রিয় রূপালি পর্দায় হাসিমুখে দেখা দেন।