গাজীপুরে পুলিশের স্থায়ী চেকপোস্ট থেকে টিন খুলে নিয়ে গেছে চোরেরা। জেলার জয়দেবপুর থানার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী সড়কের একটি চেকপোস্টে এই ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) ভোরে
স্থানীয়রা বলছেন, যেখানে পুলিশের নিজের চেকপোস্টই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এলাকাবাসী জানায়, এই রোডে বেশ কিছু পোশাক কারখানা রয়েছে। হাজার হাজার পোশাক শ্রমিক এ রাস্তা দিয়ে চলাচল প্রতিদিন চলাচল করে। এই রাস্তায় পূর্বেও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছ ফেলে, গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য মালামাল।
তারা আরও বলেন, চেকপোস্ট দেওয়ার পর বেশ কয়েকদিন পেলেও পরবর্তীতে পুলিশকে চেক পোষ্ট করতে দেখা যায়নি, তাদের অবহেলার কারণে চোর চক্র সুযোগ বুঝে টিন গুলো নিয়ে যায়।
পোষাক শ্রমিক আল আমিন জানান, ‘সকালে অফিসে আসি রাত ১০ টা কখনো ১২ টায় ছুটি হয়, এলাকা টিতে ঘন জঙ্গল থাকায় পোশাক শ্রমিকরা রাতে বাসায় ফেরার সময় রাস্তার পাশে ঝোপঝাড়ে লুকিয়ে চোর,ছিনতাইকারী হঠাৎ, চাকু, দা, দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে কারখানাগুলোতে বেতনের সময় ছিনতাই চক্রের উৎপাত বেড়ে যায়, পুলিশ তার নিজের চেকপোস্টের টিন রক্ষা করতে পারেনি আমাদের নিরাপত্তা দিবে কিভাবে। আমরা সাধারণ জনগণ নিরাপত্তা চাই সরকারের কাছে অন্য কোন দাবী নেই।’
ইজিবাইক চালক আসাদুল জানান, ‘গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা পয়সা ও গাড়ি ছিনতাই এর মত ঘটনা ঘটে এই রাস্তাটিতে, পুলিশের চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতি হচ্ছে। পুলিশ নিয়মিত রাতে চেক পোস্ট পরিচালনা করলে জনগণের নিরাপত্তা ও নিজেদের চেকপোস্টের টিন রক্ষা করতে পারত।’
এ বিষয়ে সদর সার্কেল লিপি রানী সিনহার মুঠোফোনে একাধিক ফোন দিলে প্রতিবেদকের ফোন রিসিভ করেননি তিনি।
তারিখ
লেটেস্ট খবর
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়েছে চোরেরা
Previous Articleখালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ