গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। রাজধানীর কল্যাণপুরে শনিবার (১৯ জুলাই) রাতে এক উবারচালককে মারধরের অভিযোগে পুলিশের হাতে আটক হন তিনি। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়। তবে এ ঘটনার পরই নোবেলের সঙ্গে তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ ছিলেন এমন খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা।
এই গুজবে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন সালসাবিল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি নোবেলের সঙ্গে ছিলাম না। রাতে আমি নিজ বাসায় ঘুমাচ্ছিলাম। সকালে উঠে দেখি—খবরে এসেছে, আমি নাকি নোবেলের সঙ্গে মদ্যপ অবস্থায় আটক হয়েছি! বিষয়টি পুরোপুরি মিথ্যা। তিনি আরও বলেন, এই গুজব আমার সম্মানহানিকর। আত্মীয়-স্বজনরা ফোন করে জানতে চাইছেন আমি কি পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছি? অথচ আমার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্কই নেই। বহুদিন ধরে নোবেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, দেখাও হয়নি।
ঘটনার সূত্রপাত হয় যখন নোবেল রাতের বেলা প্রাইভেট কারে করে হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং গাড়িচালককে গালাগাল শুরু করেন। পরে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে নোবেল গাড়িচালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
সালসাবিল এক ভিডিও বার্তায় বলেন, আমি নোবেলের সঙ্গে ছিলাম না। ছবি: সালসাবিলের ফেসবুক পোস্ট
স্থানীয় পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেলকে থানায় নিয়ে যায়। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, শুধু জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়। তবে আমাদের কাছে তিনি মদ্যপ বলে মনে হয়নি
ঘটনার সময় গাড়িতে একজন নারী ছিলেন বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা, যা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তবে সালসাবিল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সেই নারী তিনি নন এবং পুরো ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনার পর আবারও বিতর্কে জড়ালেন বিতর্কিত গায়ক নোবেল, যিনি এর আগেও বিভিন্ন কাণ্ডে শিরোনাম হয়েছেন।
তারিখ
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা যুবকসহ ৪ জন কারাগারে
Next Article ৫০ কোটি ভিউ দিয়ে ইতিহাস গড়লো ‘দুষ্টু কোকিল