ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে দোহার উপজেলার জয়পাড়া এলাকায় মোটরসাইকেল বিক্রি করতে এসে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাজমুল হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চালনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার আগলা ইউনিয়নের চরচরিয়া এলাকার মৃত মোতালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, আমি লুঙ্গির ফ্যাক্টরিতে কাজ করি। কাজ শেষে দুপুরে খেতে বসেছি। এমন সময় বাহিরে শব্দ পাই। গিয়ে দেখতে পাই সড়ক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেউ সাহায্যে এগিয়ে না এসে সবাই ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত। পরে আমি তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
নিহত নাজমুলের বোন বাসুদা বলেন, আমার ভাই সৌদি আরব থাকতো, সে গত ৫ মাস আগে দেশে আসে। দেশে এসে মোটরসাইকেল কিনে। আজ জয়পাড়া এলাকায় আমার ভাই মোটরসাইকেলটি বিক্রি করতে রওনা দেয় । আর এসেই লাশ হয়ে গেলো।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াহিয়া মাহমুদ বলেন, নিহত বাইক চালক হাসপাতালে আনার পথে মারা গিয়েছেন। তার মাথার খুলি ভেঙ্গে মগজ বের হয়ে গেছে।
এ ব্যাপারে দোহার থানার উপ-পরিদর্শক সাদেক আলী বলেন, আমরা লাশের প্রাথমিক সুরতহাল তথ্য নিয়েছি। লাশ নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তারিখ
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
মোটরসাইকেল বিক্রি করতে এসে লা’শ হ’য়ে ফিরলেন নবাবগঞ্জের যুবক
Previous Articleদোনবাবগঞ্জের চালনাইতে আবারো মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত